আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রশাসন!
সাহুডাঙ্গি, নিজস্ব সংবাদদাতা:এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি পরিবারের স্বপ্নের আশ্রয়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জল ডুমুর পাড়ায় আতিয়া বর্মনের বাড়িতে গতকাল ঘটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে যায় ঘরের যাবতীয় আসবাবপত্র, পোশাক, খাদ্যসামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র।
আজ সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকরা। পরিবারের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, ত্রিপল এবং প্রয়োজনীয় নতুন বস্ত্র।