দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজগঞ্জে তৃণমূলের শোভাযাত্রায় সম্প্রীতির মেলবন্ধন।
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে রাজগঞ্জে তৃণমূলের শোভাযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির।
আগামীকাল দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আজ রাজগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে ধর্মীয় উৎসবের আবহে খোল-করতাল সহযোগে কীর্তনের আয়োজন হয় রাজগঞ্জ এলাকার বিভিন্ন অংশে।
শোভাযাত্রায় অংশ নেন এলাকার বহু পুরুষ ও মহিলা, পাশাপাশি নজর কাড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তাঁরা সকলেই মিলেমিশে উৎসবের আনন্দে সামিল হন, যা রাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
এবিষয়ে অরিন্দম ব্যানার্জি বলেন, আগামীকাল দীঘায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন। আজ সেই উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। যেখানে মুসলমান সম্প্রদায়ের দাদা-ভাইয়েরা অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ নয়, বরং আমাদের সামাজিক ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে।"আমাদের মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানে বিশ্বাস করে, আর এই স্লোগানকে অক্ষরে অক্ষরে আমরা মেনে চলি রাজগঞ্জে,তাই দেখছেন আমাদের সাথে ইজরাইল হক, শেখ ওমর ফারুক, ফোরজান আলী সহ অনেক মুসলিম ভাইয়েরা কীর্তনে অংশগ্রহণ করেছে। জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ ওমর ফারুক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন শুভেন্দু অধিকারী একজন পাগল, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। উনি নিজেকে সনাতনী বলেন,কিন্তু সনাতন ধর্ম কোন ধর্মকেই ছোট করতে শেখায় না সে নিজেই জানে না। আগামীকালের জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষে আজকের কীর্তন ও শোভাযাত্রায় এলাকার প্রধান পরিমল রায়, উপপ্রধান ইসরাইল হক সহ ধর্মপ্রাণ প্রচুর মানুষ অংশগ্রহণ করে।