টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ পর্যন্ত ট্রাইবেকারে জিতে নিল বিশ্বজিৎ একাদশ নাওয়াপাড়া।


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে অবশেষে ট্রাইবেকারে জয় তুলে নিল বিশ্বজিৎ একাদশ।
মাঠভর্তি দর্শকের উল্লাস আর টানটান উত্তেজনার মাঝে, শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে বিশ্বজিৎ একাদশ নওয়াপাড়া ও অগ্নিক ফুয়েল সেন্টার সাউডাঙ্গী। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, কিন্তু নির্ধারিত সময়ে কেউই গোলের দেখা পায়নি।

ফলে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারের প্রথম শট থেকেই উত্তেজনা চরমে পৌঁছে যায়। বিশ্বজিৎ একাদশের গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় প্রতিপক্ষের শট ফিরিয়ে দিয়ে দলকে এনে দেন বাড়তি আত্মবিশ্বাস। একের পর এক সফল শটে এগিয়ে যায় বিশ্বজিৎ একাদশ, এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে তারা।

জয়ের পর উল্লাসে ফেটে পড়ে খেলোয়াড়রা। গ্যালারিতে উপস্থিত দর্শকরা স্লোগানে মুখরিত করে তোলে মাঠ। ট্রফি হাতে বিজয়ের আনন্দ ভাগ করে নেয় বিশ্বজিৎ একাদশ। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেল তারা ফাইনালে, তুলে নিল চ্যাম্পিয়নশিপের মুকুট।
চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি সাথে নগদ এক লক্ষ টাকা, এবং রানারস দল অগ্নিক ফুয়েল সেন্টার সাউডাঙ্গী দলের হাতে রানাস ট্রফি সাথে ৬০০০০ টাকা তুলে দেয় কমিটি। 
সাহুডাঙ্গী ক্যানেল মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্টের সফল হলো আয়োজন। দুইদিন উৎসবমুখর পরিবেশে হাজার হাজার ফুটবলপ্রেমী মানুষ খেলা উপভোগ করতে আসেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন