পুণ্যস্নানে গিয়ে তলিয়ে গেল যুবক,ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়,উঠছে প্রশাসনের গাফিলতির প্রশ্ন।
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:রাজগঞ্জের কুন্দর দিঘিতে পুণ্যস্নান করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আজ গঙ্গাস্নান,আর গঙ্গাস্নান উপলক্ষে আগামীকাল বসবে মেলা, পুণ্যস্নানের বিশ্বাস নিয়েই ভোরবেলা বহু মানুষ ভিড় করেছিলেন দিঘির পাড়ে। বন্ধুর সঙ্গে স্নান করতে নেমেছিল এক কিশোর বাপ্পি রায় (১৪)। কিন্তু আচমকাই ঘটে বিপত্তি। স্নানের সময় জলে তলিয়ে যেতে দেখা যায় ওই কিশোরকে। উপস্থিত মানুষজন তাকে উদ্ধার করে ফুলবাড়ির এক নার্সিংহোমে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত কিশোর আমবারি চিন্তামহন হাই স্কুলের নবম শ্রেণীতে পড়ে, বাড়ি চিউলিবাড়ি এলাকায়, বাবার একমাত্র ছেলে। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে যায় আতঙ্ক আর শোকে। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পুণ্যস্নানের দিনে এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ভিড় সামলাতে কোনও বিশেষ নজরদারি ছিল না বলে অভিযোগ। মৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যারা পুণ্যস্নান করতে গেছেন তাদের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই নি মেলা কমিটি। এই দুর্ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আতঙ্ক ও শোকের আবহে স্তব্ধ কুন্দর দিঘি চত্বর।