সিপিআইএম ও বিজেপির চক্রান্তে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরুদ্ধে রাজগঞ্জের রাজপথে তৃণমূল।
নিজস্ব প্রতিনিধি,রাজগঞ্জ:রাজগঞ্জে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল এবং জীবনদায়ী ওষুধের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মিছিল সংগঠিত হয়। মিছিলটি শুরু হয় রাজগঞ্জের ফাটাপুকুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে, শেষ হয় রাজগঞ্জ পোস্ট অফিস মোর পর্যন্ত। মিছিলে পা মেলায় রাজগঞ্জ বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুপ্রিয় চন্দ্র,ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত,রূপালী দে সরকার সহ কয়েকশো কর্মী ও সমর্থক। এই বিশয়ে তুসার কান্তি দত্ত জানায় সিপিএম ও বিজেপির চক্রান্ত ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, বিজেপি সরকার ওষুধ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করছে, সেই কারনে আজ প্রতিবাদ মিছিল। বিজেপি সরকার চাকরি দিতে পারবে না আর আমাদের রাজ্যে সরকার চাকরি দিলেও তা কেরে নিতে উঠে পড়ে লেগেছে দুই রাজনৈতিক দল, আর বাংলা বিরোধীদের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল।রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুপ্রিয় চন্দ তার ভাষণে বিজেপি ও সিপিএমের চক্রান্তে ২৬ হাজার শিক্ষক যে আজ বেকার তার প্রতিবাদ করেন। এবং বাংলার চাকরি হারা শিক্ষকদের আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী এর শেষ দেখে ছাড়বেন।