গজলডোবায় ১৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তা,রাজগঞ্জের বিধায়ক করলেন কাজের শিলান্যাস।


সংবাদদাতা,রাজগঞ্জ: গজলডোবায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ নেওয়া হলো আজ। রাজগঞ্জের মিলন পল্লীতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে 13 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক। রাজ্যে সরকারের WBSRDA পক্ষ থেকে প্রায় ১৫ কোটি  টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তা মেরামতের জন্য। সেই কাজের শিলান্যাস হল বৃহস্পতিবার, শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, সাথে ছিলেন সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, ললিত রায়, রামু ওরাও,ছোটন গোপ, এমডি মুশারফ সহ আরো অনেকে। এই রাস্তা দিয়ে জলপাইগুড়ি থেকে প্রচুর পর্যটক গাজলডোবা আসা-যাওয়া করে নিত্যদিন, রাস্তা খারাপ থাকায় সব  থেকে বেশি সমস্যায় পরতে হয় এলাকার বেস কিছু গ্রামের মানুষ ও পর্যটকদের। সকলের কথা চিন্তা করে এই রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক জানান, "এই রাস্তার কাজ সম্পন্ন হলে রাজগঞ্জের মানুষের বহুদিনের ভোগান্তির অবসান হবে। গাজলডবায় ঘুরতে আসা  পর্যটক এবং বেশ কিছু গ্রামের মানুষের সুবিধা হবে এবার। আমরা উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "অনেকদিন ধরে আমরা এই রাস্তার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে কাজ শুরু হচ্ছে দেখে খুব ভালো লাগছে।"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন