খবরের জেরে সাহ নদীর চর পরিদর্শনে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে প্রশাসনিক দল।
সাহুডাঙ্গি:খবরের জেরে সাহ নদীর চর পরিদর্শনে এলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এলাকার প্রশাসনিক দল। পরিদর্শনে আসেন রাজগঞ্জ ব্লক ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিও। জলডুমুর সাহু পাড়া এলাকায় দিন দুপুরে দখল হয়ে যাচ্ছে নদীর চর, রাতারাতি উঠছে ঘরবাড়ি, নদীতে বাধ দিয়ে চলছে ধান চাষ। শিলিগুড়ি ও এলাকার কিছু জমি মাফিয়া দের বার বারঅন্তে নালায় পরিণত হয়েছে সাহু নদী, আর এই খবর আমাদের চ্যানেলে প্রকাশিত হলে টনক নড়ে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক মহলে। রাজগঞ্জ ব্লক ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধি জানান নদীতে বাঁশ দিয়ে বাড়িঘর হচ্ছে,এভাবে চললে নদী দিন দিন ছোট হয়ে যাচ্ছে। যারা এরকম করছে উপর থেকে নির্দেশ আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজুউদ্দিন আহমেদ পরিদর্শনের পর বলেন অবৈধভাবে নদীর চর দখল হয়ে যাচ্ছে দিন দিন এটা জানতে পারি আপনাদের চ্যানেলে খবর পরিবেশিত হওয়ায়। এখানে এসে দেখছি সবেই সত্যি, সাহু নদীর চরে রাতারাতি ঘরবাড়ি উঠছে, ওয়াল হচ্ছে অবৈধভাবে, নদী আর নেই ড্রেনে পরিণত হয়েছে। আমি নিজে উদ্যোগ নিয়ে সেচ দপ্তরকে জানাবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন এ ধরনের কাজ যেন না হয়, তাই যারা অবৈধভাবে নদীর চর দখল করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব আমরা।