হাতির আক্রমণে ভাগ্যের জেরে প্রাণে বেঁচে যান গ্রামের প্রাক্তন প্রধান, ঘটনায় আ*তঙ্ক এলাকায়।
শনিবার গভীর রাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে এক দল ছুট হাতি বিননাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গীর ছত্তর পাড়ায় ঢুকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় জুড়ে। বিন্নাগুরি প্রাক্তন প্রধান ও ছত্বরপাড়ার বাসিন্দা শশী চন্দ্র বর্মন জানান রাত সাড়ে এগারোটা নাগাদ একদাতাল হাতি গ্রামে ঢুকে , এলাকার লোকজনের ডাকাডাকিতে বাড়ি থেকে বাইরে আসলে আমি এবং আমার বউ হাতির সম্মুখে পরি। প্রাণ বাঁচাতে আমরা দুজনেই দৌড় মারি হাতিও আমাদের পিছনে পিছনে আসে এক সময় মনে হয়েছিল হয়তো আর প্রান বাঁচবে না, কিন্তু ভগবানের সহায় প্রানে বেঁচে যাই দুজনেই।
গভীর রাতে জংলি দলছুট হাতির আক্রমণে গ্রামে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক বিরাজ করেছে সাহুডাঙ্গির ছত্তর পাড়ায়।
হাতির আক্রমণ থেকে প্রাণ ফিরে পেয়ে আতঙ্কে রয়েছেন শশী চন্দ্রবাবু।