যাচাই না করেই এক পক্ষের হয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়,উত্তম মাধ্যম খাওয়ার ভয়ে ভুল স্বীকার নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া এক যুবকের।A young man who identified himself as a journalist confessed to the mistake of posting on social media on behalf of one side without verifying it,
নিজস্ব সংবাদদাতা,বেলাকোবা:যাচাই না করে সামাজিক মাধ্যমে একপক্ষের হয়ে খবর করায় উত্তম মধ্যম খাওয়ার ভয়ে ভুল স্বীকার করে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া এক যুবকের।
ঘটনার সূত্রপাত তিনদিন আগে, জানা যায় বেলাকোবা বটতলার একটি গাড়ির ইন্সুরেন্স করানোর দোকানে ইন্সুরেন্স করাতে যান বেলাকোবা বটতলার বাসিন্দা সুমন মিত্র, সেখানে ইন্সুরেন্স করানোর সময় কোনো কারণে গাড়ির মডেল নম্বর ভুল টাইপিং হওয়ায় সেই ইন্সুরেন্স গাড়িরই মডেল ভুল আসে! সেই ভুল মডেল ঠিক করার জন্য আবেদন ও করেন ইন্সুরেন্স করানোর দোকানের মালিক আনারুল হকঃ, এবং সেই মোতাবেক ইন্সুরেন্সের মডেল আপডেট হইতে কোম্পানির পক্ষথেকে জানা যায় প্রায় এক সপ্তাহ লাগবে! সেই কারণে আনারুল ইন্সুরেন্সের পিডিএফ এডিট করে সঠিক করে দেন এটা ভেবে যে এক সপ্তাহের্ মধ্যে ভুল সংশোধন হয়ে যাবে! এদিকে গাড়ির মালিক সুমন মিত্র কোনো কথা না শুনে দোকানের মালিকের কাছে ইনসেরেন্স এর জন্য দেওয়া টাকা রিটার্ন এবং আরো অতিরিক্ত ৫৭ হাজার টাকা দাবি করেন ! যদি টাকা না দেয়া হয় তাহলে পুলিশ এবং সংবাদ মাধ্যমে খবর করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোক করেন দোকানের মালিক আনারুল হকের!
একদিন যেতে না যেতেই সেই খবর সামাজিক মাধ্যমের নিজস্ব চ্যানেলে পোস্ট করেন নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া রাজু ওরফে পরিতোষ রায়! সেই খবর সামাজিক মাধ্যমে আপলোড হতেই হাজারো মানুষের কাছে পৌঁছায়! সেই খবর ভুয়ো এবং এক পক্ষের ওপর ভিত্তি করে দোকানের মালিককে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এই অভিযোক নিয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে হাজির হন দোকানের মালিক আনারুল হকঃ! পুলিশের কাছে অভিযোক পৌঁছাতেই গাড়ির মালিক সুমন মিত্র তৎক্ষণাৎ হাজির হন পুলিশ ফাঁড়িতে এবং নিজের ভুল স্বীকার করেন! এবং নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেবার জন্য অনুরোধ করেন! সেই মতোই সুমন মিত্রর কথায় নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেবার প্রস্তাবে রাজি হন দোকানের মালিক পক্ষ!
তবে সেই সব বিষয় মিটে গেলেও, সামাজিক মাধ্যমে সঠিক তথ্য যাচাই না করে খবর করা নিয়ে আনারুল হকের দোকানে ক্ষমা চাইতে আসা রাজু ওরফে পরিতোষ রায় কে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে দোকানের মালিক সহ এলাকার বেশ কয়েকজন উত্তেজিত যুবক।
সর্বশেষে রাজু ওরফে পরিতোষ রায় দোকানের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন সর্বসম্মুখে এবং নিজের ভুল স্বীকার করে নেয়। স্বীকার করেন এমন ভুল খবর আর কোনদিন পরিবেশন করবেন না।
অন্যদিকে দোকানের মালিক আনারুল হক জানান এর আগেও রাজু ওরফে পরিতোষ রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ভয় দেখিয়ে বিভিন্ন লোকের টাকা তুলে, এজন্য রাজগঞ্জের বিভিন্ন থানায় ওর নামে এফআইআরও হয়েছে। ওর দায়িত্বহীন কাজের জন্য একাধিকবার মানুষ ওকে উত্তম মাধ্যমও দিয়েছে।
আর এই ঘটনাকে ঘিরেই বেলাকোবায় আজ বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।