বাংলার এই মেয়ে করলেন এই অনন্য রেকর্ড জানেন কি! জানুন এক ক্লিকে।This girl from Bengal made this unique record do you know? Know in one click.
আমরা অনেক কিছুই শেয়ার করি, এইখবরটাও সব মেয়েদের জানা উচিত!
সত্যিই ভাবতে ভালো লাগছে আজকের দিনে দাঁড়িয়ে যখন মেয়েরা লড়ছে নিজের অধিকারের জন্য।, বিশেষ করে কলকাতায় ঘটে যাওয়া আরজি কর হসপিটালের ন্যক্কারজনক ঘটনার পরবর্তী সময়ে মেয়েরা রাত্রিবেলাও আন্দোলন করছে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য,নিজেদের স্বাধীনতার জন্য, ঠিক এই সময় আমাদের বাংলার মেয়ে আবার দেখিয়ে দিলো যে আমরা কোনো অংশে কম না।
বাংলার সায়নী দাস প্রথম ভারতীয় মহিলা সাঁতারু যিনি নর্থ চ্যানেল জয় করলেন ১৩ ঘণ্টা ২২ মিন সময় নিয়ে ,সত্যিই গর্বের ।
তার স্বপ্ন সপ্ত সিন্ধু জয় করা। সেই স্বপ্ন পূরণ হতে বাকি আর মাত্র দুটি ধাপ।
কালনার সায়নী দাস শুধু মাত্র বাংলার গর্ব নয়, গোটা ভারতের গর্ব।
এই জয় আমাদের বাংলার মেয়েদের মনোবল আরও বাড়িয়ে দেবে।
সামাজ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা মেয়েরা বিশ্বের দরবারে ভারতের পতাকা উড়াতে পারে বার বার।