ডিআরডিও র আবিষ্কৃত স্মার্ট মিশাইলে আরো শক্তিশালী হচ্ছে নেভি।Navy is getting more powerful with smart missiles discovered by DRDO.


DRDO এর তৈরি SMART মিসাইল সিস্টেম এর ডিপ্লয়মেন্ট এর সাথে ভারতীয় নৌবাহিনী নিজের এন্টি শিপ আর এন্টি সাবমেরিন স্ট্রাইক ক্যাপাবিলিটি মারাত্মক ভাবে বৃদ্ধি করতে চলেছে।

স্মার্টের মত এত লং রেঞ্জের মিসাইল পুরো ওয়ার্ল্ডে কারোর কাছে নেই। এটা একটা মিসাইল + টর্পেডো সিস্টেম। এই মিসাইল নিজের বিস্ফোরকের চেম্বারে বিস্ফোরকের বদলে একটি টর্পেডো বহন করে। সমুদ্রে ভারতের মেরিটাইম এয়ারক্রাফট যখন নিজের রেডার বা MAD সিস্টেমের মাধ্যমে কোনো জাহাজ বা সাবমেরিন ডিটেক্ট করবে তখন প্রয়োজন নেই সেই এয়ারক্রাফট এর কোনো অফেন্সিভ উইপন ক্যারি করার। ডাটা লিংকের মাধ্যমে সমুদ্রে জাহাজ বা উপকূলে থেকে লঞ্চের এই ডাটা পাঠালে স্মার্ট লঞ্চ করা হবে। এয়ারক্রাফট এর গাইডেন্স এর মাধ্যমে মিসাইলটি প্রথমে টার্গেটের ১৫-২০কিমি মধ্যে এসে নিজের স্পিড রিডাকশন সিস্টেম চালু করে নিজের গতি কমাবে। তারপর এই মিসাইল থেকে টর্পেডো ডিটাচ হয় সমুদ্রে পড়বে। টর্পেডো অটোনমাস। অর্থাৎ নিজের গাইডেন্স সিস্টেম কাজে লাগিয়ে এটি টার্গেটকে হিট করতে সক্ষম। 

এরকম মিসাইল অনেক দেশের কাছে আছে। কিন্তু যেটা এই মিসাইলের ইউনিক ক্যাপাবিলিটি সেটা হলো এর রেঞ্জ। এর রেঞ্জ ৬৭০কিমি। এত হাই রেঞ্জের মিসাইল পৃথিবীর কোনো দেশের কাছে নেই।

সি স্কিমিং মিসাইলের সাথে এই মিসাইল লঞ্চ করলে একটা দারুন কম্বিনেশন হবে। টার্গেটের ১৫-২০কিমি দূরে যখন মিসাইল টর্পেডো লঞ্চ করবে তখন শত্রু রেডার দেখবে মিসাইল শুট ডাউন হলো। কিন্তু শত্রু বুঝতেও পারবেনা যে খেলা শেষ নয়। বরং ওখান থেকে খেলা শুরু হলো। 

কারণ যতক্ষনে তারা বুঝবে যে টর্পেডো তাদের দিকে আসছে তারা ততক্ষণে চটে আব্দুল।

এই সিস্টেম DRDO এর দারুন একটা ইনোভেশন। ২ ওয়ে ডাটা লিংক এর কারণে এই মিসাইল নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার এর ভালো সিস্টেম হয়ে উঠবে। ভারতের ডেস্ট্রয়ার গুলোতে এগুলো ব্রাহ্মোসের সাথে দারুন জুটি ধরবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন