বলে কিক দিয়ে দিবারাত্রি সম্প্রীতি কাপের উদ্বোধন করলেন বিধায়ক।The MLA inaugurated the Dibaratri Sampriti Cup by kicking the ball.



আমবাড়ি ফালাকাটা:রবিবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রতি কাপ  ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আমবাড়ি চিন্তা মোহন হাই স্কুলের ময়দানে ।

জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।এই সম্প্রীতি কাপ এবারে চতুর্থ তম বর্ষ।রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন দল সহ জেলা ও ভিন্ন রাজ্যের দল মিলিয়ে মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণ করেছে।এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।খেলায় জয়ী ও রানার্স দলকে  ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে।

উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূলের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন