রাজগঞ্জ বিধায়ক কে সাথে নিয়ে গাজলডোবায় মেগা জলপ্রকল্পের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র।The mayor of Siliguri inaugurated the mega water project at Gajldoba along with Rajganj MLA.
নিজস্ব সংবাদদাতা,গাজোলডোবা:রাজগঞ্জ বিধায়ক কে সাথে নিয়ে মেগা জলপ্রকল্পের প্রথম পর্যায়ের কাজের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।জানা গিয়েছে, অম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫১১ কোটি টাকা ব্যায়ে এই মেঘা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ করা হবে। আজ প্রথম পর্যায়ে কাজের শুভ শিলান্যাস করা হয়। প্রথম পর্যায়ে প্রায় ২০৪ কোটি টাকা ব্যায়ে এই কাজ করা হচ্ছে। যেখানে ইনটেক ওয়েলের মাধ্যেমে গজলডোবা থেকে তিস্তা নদীর জল পাইপের মাধ্যমে ফুলবাড়িতে এই জল আনা হবে।
এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন,অম্রুত ২ জল প্রকল্পের প্রথম পর্যায়ের ২৮ কিলোমিটার পাইপলাইন কাজ সহ নানা কাজের শিলান্যাস করা হলো। প্রথম পর্যায়ে ২০৪ কোটি টাকা ব্যয় এই কাজটি করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজের টেন্ডার হয়ে গেছে। আশা রাখছি সেই কাজটিও আমরা পুজোর আগেই ওয়ার্ক অর্ডার দিয়ে সম্পূর্ণভাবে সেই কাজ শুরু করতে পারবো। আশা রাখছি খুব দ্রুত অম্রুত প্রকল্পের এই কাজ সম্পন্ন করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে পারব।
মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ কাউন্সিলররা।