খুঁটি পূজার মধ্য দিয়ে আগমনী আমবাড়ি সার্বজনীন দূর্গা পূজা কমিটির প্রথমবারের দুর্গা পূজার প্রস্তুতি শুরু।
খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দূর্গাপুজোর প্রস্তুতি শুরু করল আগমনী আমবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি।রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারঘেরা ময়দানে এদিন খুঁটি পুজো করেন কমিটির সদস্যরা। এবছর প্রথম দূর্গাপুজোর আয়োজন করছেন তারা।তাদের থিম মধ্যপ্রদেশের এক স্বর্ণ মন্দিরের আদলে হবে মন্ডপসজ্জা , এছাড়াও থাকছে সু-সজ্জিত আলোকসজ্জা।
এই বিষয়ে পুজোর উদ্যোক্তারা জানান, আগমনী আমবাড়ী সার্বজনীন পূজা কমিটির এবছর প্রথম বর্ষ।বাজেট রাখা হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।পুজোর পাশাপাশি চারদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।পুজোর প্রাঙ্গণে চার দিনব্যাপী থাকবে মেলার ব্যবস্থা। এর ফলে প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। আজকের খুঁটিপূজায় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি কানন গোস্বামী, সদস্য বাপি দে, মনোজ রায়, সমাজসেবী দেবাশীষ সরদার সহ এই পূজা কমিটির সকল সদস্যরা।