হাতে গুরুতর চোট তা সত্ত্বেও দেশের হয়ে লড়ছেন এই খেলোয়াড়।
হাতে গুরুতর চোট। তবু লড়াইয়ে পিছুপা হননি নীরজ চোপড়া। তাতে ৯০ মিটারের স্বপ্নপূরণ হয়নি, প্রথমও হতে পারেননি। প্যারিস অলিম্পিকের পর ডায়মন্ড লিগেও দ্বিতীয় স্থানে থাকলেন নীরজ। এমন লড়াইয়ে অবশ্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। সাহসের তারিফও করেছেন। নীরজ জানিয়েছেন, ‘গত সোমবার অনুশীলন করতে নিয়ে চোট পাই। এক্স রে-তে দেখা যায় বাঁ হাতের চতুর্থ মেটাকার্পাল হাড়ে চিড় ধরেছে। আরও একটা কষ্টকর চ্যালেঞ্জ ছিল আমার কাছে। দলের বাকিদের সহায়তায় আমি ব্রাসেলসে অংশগ্রহণ করতে পারি শেষমেশ। যা বছরের শেষ প্রতিযোগিতা ছিল। আপাতত আমার লক্ষ্য আগামী মরসুমে সম্পূর্ণ ফিট হয়ে ফেরা।’ ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে ৮৭.৮৬ মিটার থ্রো করেন নীরজ, যা শীর্ষে শেষ করা পিটার্সের থেকে মাত্র এক সেন্টিমিটার কম। ২০২৫ এ নতুন লক্ষ্য নিয়েই আবার শুরু করতে চান অলিম্পিকে ইতিহাস গড়া ভারতের তারকা।