এই বহুরূপী শিল্পী কে চেনেন,উনার জীবন কাহিনী হার মানাবে বলিউডের কাহিনীও।



ইনি বহুরূপী শিল্পী। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ও করেছেন, গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। ওঁর নাম ননীচোরা দাস বাউল। প্রথমবার কোনও বহুরূপী শিল্পী সিনেমায় প্লে-ব্যাক করলেন এবং অভিনয় করলেন। সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী। এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান।
অনেকটা কথকঠাকুরের মতন। শোনা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ পুলিশ বহুরূপীদের ব্যবহার করত। আমাদের দেশের পুলিশও ডাকাত ধরবার জন্য বহুরূপীদের ব্যবহার করত। আমাদের সিনেমায় বহুরূপী কী ভাবে থাকবেন সেটা পর্দাতেই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনো বহুরূপী শিল্পী উঠলে আজ তাকে নামিয়ে দেওয়া হয়। আমি চাইব ননীর গান, ননীর সুর আপনারা শুনবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের আশেপাশে এরকম বহুরূপী শিল্পী থাকলে সম্মান দিন,পারলে সহযোগিতাও করবেন কারণ আপনার আমার সহযোগিতা না পারলে এই শিল্পীরা হারিয়ে যাবেন খুব শীঘ্রই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন