গ্রামবাসীদের জন্য নিকাশী নালা করা হচ্ছে ব্যক্তিগত এক চা বাগানের মালিকের সুবিধার্থে এমনই অভিযোগ করলেন গ্রামবাসী।A villager complained that sewage drains are being constructed for the convenience of a private tea garden owner.
নিজস্ব সংবাদদাতা,কুকুরযান, রাজগঞ্জ:গ্রামের মানুষ এর জন্য নিকাসি নালা বরাদ্দ হলেও সেই নিকাসি নালা করা হচ্ছে এক ব্যক্তিগত চা বাগানের সুবিধার্থে।সেই কারনে ক্ষোভ গ্রামবাসীর। ক্ষোভে নিকাসি নালার কাজ বন্ধ করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ফরেয়াভিটা গ্রামে প্রতিবছর সমস্যায় পড়েন গ্রামবাসীরা জলনীকাশির ব্যবস্থা না থাকার কারণে , বিশেষ করে বর্ষার সময় চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামের মানুষকে। সেই কারনে গ্রামের মানুষের কথা চিন্তা করে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিকাশি নালা করার উদ্যোগ নেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে প্রায় ৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল সেই নিকাশী নালার জন্য। কিন্তু সেই নিকাশী নালা গ্রামের মধ্যে না করে করা হচ্ছে এক ব্যক্তিগত চা বাগানের পাশে বাগান মালিকের সুবিধার্থে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে সেই নিকাসি নালার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন স্থানীয়। এই বিশয়ে গ্রামের মানুষ তথা তৃণমূল নেতা কৃষ্ণ চাকি জানায় গ্রামের মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে নিকাশি নালা করার উদ্যোগ নেওয়া হলেও সেই নিকাশি নালা গ্রামের মানুষের জন্য না করে চা বাগানের মালিকের সুবিধার্থে তৈরি করা হচ্ছে। সরকারি টাকা ব্যয় করে কোন মালিককে সুবিধা পাইয়ে দেওয়ার চেস্টা করছে এলাকার পঞ্চায়েত সদস্য। সরকারি টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে এলাকার কিছু বিজেপির নেতা। সেই কারনে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। অন্য দিকে এই বিশয়ে বাগান মালিক কিছু বলতে না চাইলেও এলাকার পঞ্চায়েত সদস্য নরেন্দ্রনাথ রায় জানায় নিকাসি নালা টি গ্রামে হবার কথা ছিল কিন্তু গ্রামের মানুষ সেখানে এই নিকাসি নালা করতে চাইছে না বলে এই স্থানে নিয়ে আসা হয়েছে সবাইকে জানিয়েই। এখানে একটি ICDS স্কুল রয়েছে সেখানে জল জমে, আর এখানের জন্য মাস্টার প্ল্যান দেওয়া ছিল আগে। যেখানে করার কথা ছিল এই ড্রেন সেখানে গ্রামবাসী আপত্তি করায় সম্ভব হয়নি বলে এইখানে নিয়ে আসা হয়েছে ড্রেনটি। ব্যক্তিগতভাবে কাউকেই সুবিধা পাইয়ে দেবার জন্য নয় এখানে ট্রেনটি হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত আরও জানান আজকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এরপর আমাদের প্রধান কে এই বিষয়টি জানানো হবে উনি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।