ফাটাপুকুরের টোল প্লাজায় তোলা আদায়ে তৃণমূলের দাপুটে নেতার ছেলে গ্রেফতার চাঞ্চল্য রাজগঞ্জ জুড়ে।Trinamool Dapute leader's son arrested in Chanchalya Rajganj for toll collection at Fatapukur toll plaza.
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:টোলগেটে গাড়ি আটকে তোলা তোলার অভিযোগে গ্রেফতার তৃনমুল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলি। রাজগঞ্জ ব্লকের INTTUC এর ব্লক সভাপতি সলেমান মহম্মদের ছেলে ধৃত রাহুল আলি। আজ ধৃতকে জেলা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেপাজতে চেয়ে আদালতে আবেদন করছে রাজগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুত্রে খবর গতকাল গভীর রাতে রাজগঞ্জে জাতীয় সড়কে টোল গেটের পাশে একটি শুকর বোঝাই ট্রাক আটকে তোলা চায় এই রাহুল আলি। শুকরের গাড়ির চালক জানিয়েছেন তার সমস্ত কাগজ বৈধ রয়েছে সে কোনো তোলা বা টাকা দেবেনা৷ এর পরেই তৃনমুল নেতার ছেলের দাদাগিরি শুরু হয়৷ খবর যায় রাজগঞ্জ থানায় পুলিশ এসে ঘটনার স্থল থেকে রাহুল আলিকে গ্রেফতার করে৷ আজ ধৃত তৃনমুল নেতার ছেলে রাহুল আলিকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেপাজতে চেয়ে আবেদন করে রাজগঞ্জ থানার পুলিশ৷ এই এলাকায় দীর্ঘদিন থেকে তোলাবাজি অভিযোগ উঠেছিল কিন্তু এতোদিন পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশেষ প্রভাবশালী তৃনমুল নেতার ছেলে গ্রেফতার হওয়ায় জেলাজুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ধৃত রাহুল আলীর বাবা তথা রাজগঞ্জ এ আই টি টি ইউসির সভাপতি মহম্মদ সলেমান জানান আমার ছেলে নির্দোষ। আমার ছেলে টোল প্লাজারই কর্মী । দীর্ঘদিন ধরেই সে টোল প্লাজায় কাজ করে,এর আগে কোনদিনও এরকম অভিযোগ শোনা যায়নি। ম্যানেজারের কথা মত সে ওই গাড়ি আটকায়, আমার মনে হয় আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে।
অন্যদিকে দিকে রাজগঞ্জ বিজেপির কনভেনার নিতাই মন্ডল জানান এটা তৃণমূলের কালচার, দীর্ঘদিন ধরেই পানিকৌড়ির টোলগেটে তৃণমূলের দাপুটে নেতাদের আত্মীয়রাই কাজ করছে।
এ ব্যাপারে জলপাইগুড়ি জেলা আই এন টি টি ইউ সির সভাপতি তপন দে জানান দল আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকেই স্বচ্ছতার সাথে কাজ করছি, জলপাইগুড়িতে তিনটি টোল প্লাজা আছে যেখানে আমাদের ইউনিট এখনো গঠিত হয়নি,যদি কেউ আমাদের সংগঠনের নাম করে টাকা তোলে তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।
রাজগঞ্জের ফাটাপুকুরের টোল প্লাজায় অতিরিক্ত টোল নিয়ে তৃণমূলের দাপুটে নেতার ছেলে গ্রেফতার হওয়ায় রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় জেলা জুড়ে।