ডিআরডিও-এর সহযোগিতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ প্রকল্প পি ৭৬ এর কাজ চলছে জোর কদমে।Submarine construction project P76 with indigenous technology in collaboration with DRDO is going on in full swing.
সম্পূর্ণ ভারতের ডিজাইন ও প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ প্রকল্প পি-৭৬ এর কাজ শুরু হয়েছে।
বর্তমানে এটি ডিজাইন ফেজে আছে। এটিতে ক্রুজ মিসাইল লঞ্চের কেপেবিলিটি থাকবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিওর এআইপি থাকবে।
এই AIP তে ২৪টি করে সেল থাকবে। প্রতি সেল থেকে ১৩.৫কিলোওয়াট করে শক্তি উৎপাদন করে। আর এটা ধীরে ধীরে প্রথমে ১৫.৫কিলোওয়াট ও তারপর এটাকে ২০কিলোওয়াট তে ডেভেলপ করা হবে।
অর্থাৎ ২০×২৪= ৪৮০কিলোওয়াট শক্তি উৎপাদন করা হবে। DRDO AIP একটি ফসফরিক এসিড বেসড সিস্টেম।
এতে BrahMos ও নির্ভয় ক্রুজ মিসাইল ছাড়াও ভারুণাস্ত্র বা শক্তি টর্পেডো থাকবে। শক্তি টর্পেডো ভারতের কমটেক্সটে রেভলিউশনারি হবে।