ভারতীয় ফাইটার বিমানে আপগ্রেটেড করা হচ্ছে বিরুপাক্ষ রেডার যা ১০০ শতাংশ স্বদেশীয়।Indian fighter jets are being upgraded with adversarial radars which are 100 percent indigenous.


এবার বড় ধরনের আপডেট এলো ভারতের বিরুপক্ষ রেডারের!

ভিরুপক্ষ রেডার ভারতীয় বিমান বাহিনীর সুখোই ফ্লিট এর পরবর্তী প্রজন্মের রেডার হতে চলেছে। এগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি উত্তম এসা রেডার এর আপগ্রেডেড রেডার ভ্যারিয়েন্ট।

এতে প্রায় ২০০০ ট্রান্সপার এন্ড রিসিভ মডিউল আছে। এর সাথে নতুন যেভাবে আপগ্রেডটা আমাদের কাছে এসেছে সেটা হলো এতে রেডার এন্টেনা আর বিম দুটোই স্টিরিং এর ব্যবস্থা থাকবে। যার ফলে লার্জ এরিয়া কভারেজ পাবে। অর্থাৎ সু ৩০এমকেআই এর সাথে এবার রিপোজিশনার থাকবে। যার ফলে একটা দুর্দান্ত ক্যাপাবিলিটি পাবে সুখোই!

সেটা বুঝার আগে আপনাকে সবার আগে বুঝতে হবে যে রেডার গাইডে বিভিআর মিসাইলের কিভাবে পুরো গাইডেন্স টা হয়। সবার প্রথমে আপনি রেডার লক করলেন টার্গেটের উপর। অর্থাৎ হাই বিম দিয়ে টার্গেটের হাই রেজুলেশন ট্র্যাকিং। এবার আপনি মিসাইল এর কাছ থেকে ফায়ারিং সলিউশনের কনফার্মেশন এর জন্য ওয়েট করবেন। অর্থাৎ মিসাইল নিজে বুঝবে যে তার কোন ঠিক সময়ে লঞ্চ হওয়ার। লঞ্চ অথরাইজেশন পেলে আপনি সেটিকে লঞ্চ করবেন। লঞ্চ করার পর আপনার ফাইটারে থাকার রেডার মিসাইলকে বলবে তাকে কোথায় যেতে হবে। এর একটি কারণ হলো মিসাইল এর মধ্যে থাকা যে ছোট রেডারটি থাকে তার নাম সিকার। মিসাইলটি কতটা ছোট আপনারা আশা করি জানেন। এবার এত ছোট মিসাইলে থাকা রেডার এর আয়তন ও নিশ্চই খুব ছোট হবে। অর্থাৎ এর এন্টেনাও ছোট, ট্রেকিং এরিয়াও ছোট। এই ধরনের রেডার গুলোর রেঞ্জ মোটামুটি ১৫ থেকে ২০ কিলোমিটার হয়।। 

সেই জন্য ফাইটারের মধ্যে থাকা রেডার আপনার মিসাইলকে গাইড করবে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিসাইলটি টার্গেটের ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছাচ্ছে। ঠিক ওই ডিস্টেন্সে পৌঁছানোর পর মিসাইলটি নিজের রেডার দিয়ে টার্গেট কে ট্রেকিং করা শুরু করে।

এবার বিষয়টি হলো যেহেতু ফাইটার এর রেডার গুলি ফাইটারের সামনেই বসানো থাকে, সেই কারণে যতক্ষণ না মিসাইল টার্মিনাল স্টেজে পৌঁছাচ্ছে ততক্ষণ সম্পূর্ণ ৯০ ডিগ্রি ঘুরতে পারবেনা আপনার ফাইটার জেট। অর্থাৎ আপনি সর্বোচ্চ ৪৫ ডিগ্রি পর্যন্ত নিজের নোজকে ঘোরাতে পারবেন টার্গেটের বিরুদ্ধে।

কিন্তু এই আপগ্রেড এর পর এই গাইডেন্স ভারতের সুখোই মিসাইল লঞ্চ করার পর সঙ্গে সঙ্গে ৯০ ডিগ্রী ঘুরতে সক্ষম হবে। যার ফলে বিভিআর এনগেজমেন্ট এর ক্ষেত্রে ভারতের বিরাট একটা অ্যাডভান্টেজ আসবে। 

আশা করি সবাই বুঝতে পেরেছেন এই আপডেট টা কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের যদি অন্য কোন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানতে চাইতে পারেন। 

.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন