শিক্ষারত্ন পাচ্ছেন সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক।খুশি শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী।The head teacher of Sahudangi Hat PK Roy High School is getting the Sikha Ratna, Happy teachers and students from the local people.


সাহুডাঙ্গী হাট:২০২৪ সালের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পাচ্ছেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী। ১৯৯৯ সালে বিজ্ঞান বিষয়ে সহ-শিক্ষক হিসেবে শিক্ষক জীবন শুরু করেন এই স্কুলে। এরপর ২০১৯ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন প্রদীপ বাবু। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই স্কুলের শিক্ষার পরিবেশের মান উন্নয়নে কাজ শুরু করেন সকল শিক্ষকদের সাথে নিয়ে। এর ফলস্বরূপ বিগত কয়েক বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পাশের হার আগের তুলনায় অনেক ভালো ফল করে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা,ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা সহ শিক্ষার নানান বিষয়ে এই স্কুল জলপাইগুড়ি জেলার অন্যতম স্কুলে পরিণত হয়। স্কুলের পরিকাঠামো উন্নয়নে তিনি স্কুল পরিচালন সমিতির সদস্যদের নিয়ে এলাকার ব্যবসায়িক সংস্থা, শিক্ষানুরাগী,এলাকার বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি,পঞ্চায়েতের প্রধান সহ সকলের কাছেই আবেদন করেন সাহায্য করার জন্য।বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি,এলাকার প্রধান সহ সকলেই সাহায্য করেছেন । ফলস্বরূপ তিনি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা কর্পোরেট ধাঁচের শৌচালয়, কয়েকশ ছাত্রছাত্রী একসাথে বসে খেতে পারবে এমন আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত ডাইনিং রুম,মুক্ত মঞ্চ, সকল সুযোগ সুবিধাসহ কনফারেন্স রুমের ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, সিসিটিভি ক্যামেরা সহ একটি আধুনিক জেলা পর্যায়ের ইস্কুলের সকল সুযোগ সুবিধায় পাওয়া যায় এখন সাহুডাংগী হাট পিকে রায় হাই স্কুলে। সর্বোপরি এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ রক্ষায় প্রায় ২৪০০ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা সকলেই মেনে চলেন স্কুলের ডিসিপ্লিন।
শিক্ষারত্ন পাওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান এই পুরস্কার আমাদের সকলের,আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রী,প্রাক্তন ছাত্র ছাত্রী এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের মিলিত প্রয়াসই এই শিক্ষা রত্ন। এই সম্মান পেয়ে আমাদের আরো দায়িত্ব বেড়ে গেল এখনো কয়েকটি কাজ বাকি রয়েছে, আমাদের সকলকেই সেই কাজগুলি করতে হবে। 
বিদ্যালয় এর প্রধান শিক্ষকের শিক্ষারত্ন পাওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন