আরজিকর কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সিপিআইএমের প্রতিবাদ মিছিল সন্ন্যাসীকাটার লাল ইস্কুলে।CPIM protest march at Lal School in Sannyasikata demanding strict punishment for the culprits in the RGKAR case.


নিজস্ব সংবাদদাতা: আরজিকর কান্ডে উত্তাল রাজ্য থেকে দেশ। আরজিকান্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন আর থেকে ৮০ সকলেই।আরজি কর কান্ডে দোষীর কঠোর শাস্তির দাবিতে মিছিল সিপিএম এর। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের লালস্কুল বালাবাড়িতে এই মিছিল বের করা হয়।মিছিলে মহিলা,পুরুষ ও শিশুরাও পা মেলান।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ‍্য।জেলায় জেলায় রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন প্রতিবাদে নেমেছে।বৃহস্পতিবার সিপিএম এর রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে রাজগঞ্জের বালাবাড়িতে প্রতিবাদ মিছিল করা হয়।সন্ন্যাসীকাটার বালাবাড়ি পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়।এদিন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সিপিএমের কর্মী-সমর্থকেরা। আজকের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন সৌকত আলী, রিনা সরকার, অশোক রায় সহ আরো সিপিআইএমের নেতৃত্বরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন