ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে মাঠে নেমে পড়লেন তরুণ তুর্কি কৃষ্ণ দাস।


নিজস্ব সংবাদদাতা,ডাবগ্রাম ফুলবাড়ী:গ্রাম ফুলবাড়ি ব্লকের উত্তরকন্যায় বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে বিজেপি ও অন্যান্য দল থেকে ৭৫টি পরিবার তৃণমূলে যোগদান করে।

উল্লেখ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জমি কেলেঙ্কারিতে ডাবগ্রাম ফুলবাড়ীর একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা এই মুহূর্তে জেলে। ফলে এই ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থরা আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায় সাংগঠনিকভাবে এবং তৃণমূলের নিচু তলার কর্মীরা হীনমনস্কতায় ভোগে সঠিক নেতৃত্বের অভাবে।
সেই জায়গায় দাঁড়িয়ে এবার ডাবগ্রাম ফুলবাড়ীতে সংগঠনকে পুনরায় শক্তিশালী করতে মাঠে নেমে পড়লেন কৃষ্ণ দাস। এর আগেও রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের তৃণমূল সাংগঠনিকভাবে পিছিয়ে পড়লে বা দুর্বল হয়ে পড়লে জলপাইগুড়ি জেলা এসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস সেখানে অবতীর্ণ হন ত্রাতার ভূমিকায় । এইবারও ডাবগ্রাম ফুলবাড়ীতে সেই ভূমিকায় দেখা গেল তৃণমূলের দাপুটে তরুণ তুর্কি কৃষ্ণ দাস কে।

৭৫টি পরিবারকে তৃণমূলে যোগদান করে কৃষ্ণদাস জানান মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জির কাজ সবাই দেখছেন, ডাবগ্রাম ফুলবাড়ীতে উপযুক্ত লিডার নাই বলেই সঠিক নেতৃত্বের অভাব তাই আমরা পিছিয়ে আছি। দোষ করলে মুখ্যমন্ত্রী কাউকেই ছাড়ে না , জমি কেলেঙ্কারিতে যারাই যুক্ত, সে যে দলেরই লোক হোক না কেনো ওর উপযুক্ত শাস্তি হবেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশমতো পুলিশ কাজ করছে এখানে,আগামী দিনে আরো অনেক নেতা অ্যারেস্ট হবে।

কৃষ্ণ দাসের হাত ধরে অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ফলে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উজ্জীবিত হবেন ডাবগ্রাম ফুলবাড়ীতে বলে অনেকেই মনে করেন ।
আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সুধা সিং চ্যাটার্জী, বিধান রায়, মানিক রায়,মনোরঞ্জন রায়, দিলীপ রায় সহ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার এসি এসটি ওবিসি সেলের স্থানীয় নেতৃত্বরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন