দ্রাবিড়ের ছেলে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে প্রথমবার সুযোগ পেলেন,ছেলের জন্য গর্বিত বাবা দ্রাবিড়।
ভারতের বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় ভারতীয় অনূর্ধ্ব-19 দলে নির্বাচিত হয়েছেন।বাবাকে গর্বিত করলেন পুত্র, টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে গেলেন দ্রাবিড়ের পুত্র সমিত। জুনিয়র দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য অনূর্ধ্ব-19 টিম ইন্ডিয়ার দ্বারা নির্বাচিত হয়েছে। পুদুচ্চেরি এবং চেন্নাইয়ে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে ভারত ওয়ানডে এবং চারদিনের ম্যাচ খেলবে। দুই স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন দ্রাবিড়-পুত্র। সিরিজে তিনটে ওয়ানডে এবং দুটো চার-দিনের ম্যাচ খেলা হবে। কর্ণাটকে মহারাজ ট্রফিতে রোহিত শর্মার স্টাইলে ছক্কা মেরে সবার নজর কেড়েছিলেন সামিত দ্রাবিড়। এছাড়াও সামিত তার বাবার মতো ঘরোয়া ক্রিকেটে দেয়াল হয়ে দাঁড়ানোর জন্যও পরিচিত। প্রথমবার ভারতীয় অনূর্ধ্ব-19 দলে নির্বাচিত হওয়ার জন্য সামিত দ্রাবিড়কে অভিনন্দন।