৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হলো রাজগঞ্জ প্রেসক্লাবের ময়দানে।
রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ৭৮ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোট ছোট বাচ্চাদের চকলেট ও জুস বিতরণ করা হয় আজ রাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ এলাকার স্বনামধন্য সমাজসেবী দেবাশীষ সরদার এবং রাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানীয় সম্পাদক গিরিশ মজুমদার। প্রেসক্লাবের সভাপতি রঞ্জিত বিশ্বাস বাইরে থাকার ফলে আজকের অনুষ্ঠানে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি ঠিকই কিন্তু এই অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা তিনি পাঠিয়েছেন সামাজিক মাধ্যমে । ২০১৮ সালে এই প্রেসক্লাব গঠিত হওয়ার পর নানা সামাজিক কাজকর্ম করে চলেছেন। পতাকা উত্তোলন করার পর সমাজসেবী দেবাশীষ সরদার বলেন রাজগঞ্জ প্রেসক্লাব আমাকে আমন্ত্রণ করায় আমি খুব গর্বিত ছোট ছোট বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদেরকে যৎ সামান্য সহযোগিতা করতে পেরে আমি খুশি। রাজগঞ্জ প্রেসক্লাব আগামী দিনে যে কোন অনুষ্ঠানে আমাকে যদি আহবান করে আমি চেষ্টা করব তাদের সাথে তাদের পাশে থাকার জন্য। অন্যদিকে রাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক গিরিশ মজুমদার বলেন পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান করছি ঠিকই কিন্তু অত্র এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেজন্য আমরা সব সময় এই এলাকার মানুষের সাথে আছি, আগামী দিনে আমাদের ক্লাব তাদের কার্য পরিধি আরো প্রসারিত করবে এই এলাকার সমাজ সেবীরা যদি পাশে থাকে। রাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কচিকাঁচা থেকে শুরু করে বয়জেষ্ঠরা সকলেই খুশি।