স্কুল শেষে আর জি কর ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে ছাত্রছাত্রীরা,দেখা নেই শিক্ষক শিক্ষিকাদের।At the end of the school, the students protested to demand the trial of the RG Kar incident, the teachers were not seen
নিজস্ব সংবাদদাতা,আমবাড়ি:আর জি করের নির্যাতিতার বিচারের এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমবারি চিন্তা মোহন হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল। বুধবার স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীরা সকলে প্রতিবাদ মিছিলে সামিল হয়, যদিও স্কুলের কোন শিক্ষক শিক্ষিকা এই মিছিলে অংশ নেয়নি। আজকের এই প্রতিবাদ মিছিল স্কুলের মেন গেট থেকে শুরু করে আমবাড়ি বাজার হয়ে বটতলা রেলগেট হয়ে আবার স্কুলে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদী ছাত্রী জয়শ্রী সরকার বলেন আমরা সরকারের কাছে আবেদন করছি আরজিকর ঘটনার সাথে যুক্ত অপরাধীদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে থাকতে পারি তারও ব্যবস্থা করতে হবে। আরজিকর ঘটনায় তাড়াতাড়ি শাস্তি দান প্রক্রিয়া না হলে আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। স্কুল শেষে সকল ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ যেমন চোখে পড়ার মতো ছিল তেমনি এই প্রতিবাদ মিছিলে স্কুলের কোন শিক্ষক শিক্ষিকার অংশগ্রহণ না করায় অনেকে প্রশ্ন করেন কিসের ভয়ে শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন,উঠছে প্রশ্ন!!