আর্ট পয়েন্ট একাডেমির উদ্যোগে আরজি কর ঘটনার দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের বকরাভিটায়।Art Point Academy organized a protest march demanding punishment of the culprits of the RG Kar incident at Bakravita of Phulbari No. 1 Gram Panchayat.


নিজস্ব সংবাদদাতা,ডাবগ্রাম ফুলবাড়ী:আরজিকর ঘটনার পর ক্ষোবে ফেটে পরে সারা পশ্চিমবঙ্গ, এমনকি দেশ থেকে বিদেশেও এর আন্দোলন করতে দেখা যায় সুশীল সমাজকে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের বকরাভিটা থেকে আরজিকর ঘটনায় জড়িত দোষীদের অতি দ্রুত উপযুক্ত শাস্তির দাবিতে এক প্রতিবাদ মিছিল বের হয় রবিবার বিকাল পাঁচটায়। আর্ট পয়েন্ট স্কুলের উদ্যোগে এবং বকরাভিটার নাগরিক সমাজের সর্বস্তরের মানুষের স্বেচ্ছায় অংশগ্রহণ করার ফলে এই প্রতিবাদ মিছিল সাফল্য পায়। বয়জেষ্ঠ থেকে শুরু করে পুরুষ মহিলা ছাত্র-ছাত্রী মিলে প্রায় ৩০০ জনেরও বেশি লোক এই শান্তিপূর্ণ মিছিলে পা মেলায়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউ জলপাইগুড়ি থানার বড় পুলিশ বাহিনী ছিল মিছিলে। এই প্রতিবাদ মিছিলটি বকড়াভিটা থেকে শুরু হয়ে ভোলার মোড় গরার মোড় হয়ে আবার বকরাভিটাতে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিল শেষে এক প্রতিবাদী মহিলা বলেন আমরা সরকারের কাছে আবেদন করছি আরজিকর ঘটনার সাথে যুক্ত অপরাধীদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমাদের ছেলেমেয়ে রা যাতে নিরাপদে স্কুল কলেজে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকারকে, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এমন হয়েছে যেখানে মেয়েরা কোথাও আর সুরক্ষিত নয় অথচ ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে আমরা আছি। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক অতি দ্রুত, যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে ভয় পায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন