নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।The administration stopped the marriage of the minor, there was a sensation in the area around the incident.
নিজস্ব সংবাদদাতা,আমবাড়ি ফালাকাটা:বাড়িতে চলছে বিয়ের আয়োজন,সবাই ব্যস্ত মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন করতে। ১৪ বছর বয়সী নাবালিকার পাত্র আসবে বিহার থেকে।পেন্ডেল থেকে শুরু করে খাওয়া-দাওয়ার বিভিন্ন পদ সবকিছুই আয়োজন শেষের দিকে।আর সেই সময়ে হঠাৎ বিয়ে বাড়িতে হাজির গ্রামের প্রধান সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
নাবালিকার বার্থ সার্টিফিকেট দেখে প্রধান সমিউদ্দিন আহমেদ জানিয়ে দিলেন এই বিয়ে দেওয়া যাবে না কোনমতেই।
প্রধানের এই কথা শুনে বাড়ির সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নাবালিকার পরিবারে পক্ষ থেকে প্রথমে অনুরোধ করা হলেও স্থানীয় প্রশাসন কোনমতেই রাজি না হওয়ায় বাতিল হয়ে যায় বিয়ে।
বিন্নাগুরি অঞ্চল প্রধান জানান বাড়িতে এসে দেখি বিয়ের তোড়জোড় চলছে, পরিবারের সাথে কথা বলে জানা গেল তারা সরকারি আইন সম্পর্কে ওয়াকিবহাল নন, তারা জানত না এই বয়সে বিয়ে দেওয়া যায় না। আর আমি কয়েক দিনের মধ্যেই আমরা অঞ্চলের প্রত্যেকটি জায়গায় নাবালিকার বিয়ে নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাব।
প্রধানের সাথে নাবালিকার বিয়ের রুখতে গিয়েছিলেন এলাকার পঞ্চায়েত সদস্যা শুক্লা রায় ও বিন্নাগুরি অঞ্চলের নির্মাণ সহায়ক রাজিব ডুকপা।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে নাবালিকা মেয়ের বিয়ের রুখে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।