অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে বাজেয়াপ্ত ৭ টি ডাম্পার,গ্রেফতার সাত চালক।7 dumpers seized for illegally smuggling sand, 7 drivers arrested.


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:পুলিশ সূত্রে জানা গেছে, ওদলাবাড়ি থেকে বেআইনিভাবে নদী থেকে বালি তুলে রাতের অন্ধকারে সেই বালি ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বর্ডার সংলগ্ন এলাকায় ফেলার চেষ্টা করছিল পাচারকারীরা। গোপন সূত্রের খবর পেয়ে শনিবার মধ‍্য রাতে অভিযান চালিয়ে সাতটি ডাম্পারকে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয় চালকদের। কাগজপত্র সঠিক দেখাতে না পারলে ডাম্পার গুলি বাজেয়াপ্তর পাশাপাশি বালি পাচারের অভিযোগে চালকদের গ্রেফতার করতে পারে বলে পুলিশ সূত্রের খবর। এদিন পাচারের ক্ষেত্রে নয়া কৌশল অবলম্বন করতে দেখা যায় পাচারকারীদের। কার্যত পুলিশের থেকে বাচঁতে ডাম্পারদের নম্বর প্লেট কাদা মাটি দিয়ে ঢেকে রাখছে পাচারকারীরা। যদিও শেষমেশ রক্ষা হল না, পুলিশের হাতে ধরা পরতেই হল।
অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে সাত সাতটি ডাম্পার চালকসহ আটক করায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজগঞ্জ জুড়ে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন