জমি কাণ্ড একে অপরের অভিযোগ দুই তৃণমূল নেতার, মান্দাদাড়ি অঞ্চল সভাপতি করবেন কোটি টাকার মানহানির মামলা।Two Trinamool leaders accuse each other of land dispute, Mandadari region president will file a defamation case worth crores of rupees.


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:এবার তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতার অভিযোগ রাজগঞ্জে।  অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতার। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে। রাজগঞ্জ ব্লকের  মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পাহাড়পুর অঞ্চলের এক তৃণমূল নেতা লিখিত অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর কাছে। সংবাদমাধ্যমে ভাইরাল হবার পরেই অঞ্চল সভাপতি লিখিত আকারে অভিযোগ করল রাজগঞ্জ বিডিও ও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ কে। অঞ্চল সভাপতি ললিত রায়ের দাবি আমাকে বদনাম করানোর জন্য উঠে পড়ে লেগেছে দলেরই একাংশ। অঞ্চল সভাপতি ললিত রায় আরো জানান সংবাদ মাধ্যমে  যে সকল অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। কোন অবৈধভাবে হোটেল গড়ে তোলা হয়নি। খতিয়ানভুক্ত জমিতে আমি ছোট হোটেল করে ব্যবসা করছি,জমির সমস্ত কাগজ ও নথি রয়েছে আমার কাছে। শুধু মাত্র বদনাম ছাড়ানোর জন্য পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। সেই কারনে রাজগঞ্জ বিডিও ও দলের জেলা সভাপতি কে লিখিত আকারে জানানো হয়েছে। এছাড়াও আমার নামে যারা বদনাম করার চক্রান্তে আছে তাদের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি, দু এক দিনের মধ্যেই মানহানির মামলা আমি দায়ের করব। ললিত রায় আরো জানান দলের কোন বড় নেতার হাত রয়েছে এই চক্রান্তের পেছনে। এর বিরুদ্ধে আমি আইনের পথে হাটব। এখনো অব্দি দল আমার সাথে আছে এবং আমি যা ব্যবস্থা নিচ্ছি দলকে জানিয়েই করছি ,দল আমার সাথে আছে। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী কে লিখিত আকারে জানানো হবে। ইতিমধ্যে বিষয়টি রাজগঞ্জ বিধায়কের কানে পৌঁছে দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে দল ব্যবস্থা নেবে আমি মনে করি।
মান্দাদাড়ির তৃণমূলের অঞ্চল সভাপতি সর্বশেষে বলেন আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছি,যারা মুখে তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতা বলেন আবার দলকে বিপদে ফেলার জন্য তৃণমূলেরই পিছনে লাগেন তারা কোনদিন তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হতে পারে না। যদি বিজেপি অথবা অন্য দলের নেতাদের পিছনে লাগতো তাহলে আমরাও সমর্থন করতাম।
আর এই ঘটনা ঘিরে রাজগঞ্জে তৃণমূল নেতার বিরুদ্ধে আরেক আরেক তৃণমূল নেতার অভিযোগ সরগরম রাজনৈতিক পরিস্থিতি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন