৩০ টি গাড়িতে ১৪০০ কর্মী সমর্থক নিয়ে কলকাতার শহীদ দিবস উপলক্ষে রওনা হলেন জনপ্রিয় নেতা কৃষ্ণ দাস।Popular leader Krishna Das left Kolkata with 1400 workers and supporters in 30 cars on the occasion of Martyr's Day.
নিজস্ব সংবাদদাতা,সাহুডাঙ্গি:রকেট বাস ও ছোট গাড়ি মিলে ৩০ টি গাড়িতে প্রায় চৌদ্দশ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ি জেলা এসসি এসটি ওবিসি সেলের সভাপতি এবং রাজগঞ্জের জনপ্রিয় তরুণ তুর্কি কৃষ্ণ দাস।
সাহুডাঙ্গী সংলগ্ন নাওয়াপাড়া মোড়ে রওনা হওয়ার পূর্বে কৃষ্ণদাস জানান এবছর এসসি এসটি ওবিসি সেলের কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস একটু বেশি, আমরা গাড়িও দিতে পারছি না,শেষ মুহূর্তে অতিরিক্ত আরো দুটি বাস জোগাড় করে প্রায় 1400 কর্মী-সমর্থক নিয়ে কলকাতার ধর্মতলার শহীদ দিবসে যোগ দিব বলে রোওনা হচ্ছি। ট্রেনে অনেক অসুবিধা তাই এবার আমরা বাসে যাচ্ছি, তিনি জানান একুশে জুলাই মানে আমাদের আবেগের দিন শপথ নেওয়ার দিন। আগামীকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেন তা শোনার জন্যই যাচ্ছি ,ফিরে এসে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে হবে বলে জানান জলপাইগুড়ি এসি এসটি ওবিসি সেল এর সভাপতি কৃষ্ণ দাস।