স্থানীয় প্রশাসনের উদ্যোগে সাহুডাঙ্গী বাজার সংলগ্ন রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে আলোচনা সভা।Discussion meeting to free the encroachment of the footpath of the road adjacent to Shahudangi Bazar by the initiative of the local administration.
নিজস্ব সংবাদদাতা,সাহুডাঙ্গী:মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়েই চলছে ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়া, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গী মোর এলাকায় রাস্তা ঘেঁষে দোকান ঘর তৈরি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন দীর্ঘদিন ধরে । এর ফলে জায়গার অভাবে রাস্তার প্রশস্তিকরন, হাইড্রেন নির্মাণ করা যাচ্ছে না। ফলে সাউডাঙ্গী বাজার এলাকায় যানজট এবং অল্প বৃষ্টিতেই জলমগ্ন অবস্থায় পড়তে হয় এই রাস্তা ব্যবহারকারী কয়েক হাজার পথচারী ও গাড়ি চালকদের। সাহুডাঙ্গী বাজার সংলগ্ন রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে সাহুডাঙ্গী বাজারের ব্যবসায়ীদের, এলাকার গুণীজন ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং রাজগঞ্জ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এক আলোচনা সভা হয় শাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের হলরুমে।
আজকের আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৪ তারিখ সাহুডাঙ্গী বাজার সংলগ্ন রাস্তা ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক,স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মাপ যোগ করা হবে।
আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, উপপ্রধান মিনতি রায়, আমবাড়ি ফালাকাটা আউটপোস্টের ওসি হিরুকান্তি সরকার,এলাকার পঞ্চায়েত সদস্যা আরতি রায়, তুষার কান্তি দত্ত সহ এলাকার ব্যবসায়ীরা।