প্রশাসনের কাছে অভিযোগ করে পৈত্রিক জমি না উদ্ধার হলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন দুই বোন।Complaining to the administration, if the ancestral land is not recovered, the two sisters will finally approach the chief minister.


নিজস্ব সংবাদদাতা,ফুলবাড়ী:নিজের পৈতৃক ভিটে আদায় করতে পথে দুই বোন, কোর্টের রায় পেলেও জমি পাচ্ছে না হাতে বলে দাবি দুই বোনের। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ব্লকের ফুলবাড়ী দুই নং অঞ্চলের জিয়াগঞ্জ এলাকায়। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি চ্যাংড়াবান্ধা গ্রামের বাসিন্দা এম ডি রুমিমুদ্দিন এর দুই মেয়ের অভিযোগ বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া ৭০.২ ডি জমি আমাদের দুই বোনের অধিকার, সেই জমি ২০১২ সালে বিক্রি হয়ে যায় দুই বোনের অজান্তে।  তার পরেই দুই বোনের ভাগের অংশর জন্য আদালতের দ্বারস্থ হন তারা। দুই বোনের দাবি আদালত থেকে রায় পেলেও জমি পাননি তারা বলে অভিযোগ করেন। শিলিগুড়ির কয়েকজন ব্যবসায়ীর হাতে রয়েছে বলে জানিয়েছে দুই বোন নাজিমা খাতুন ও রামিনা খাতুন। দুই বোনের অভিযোগ পৈতৃক ভিটের কোন ভাগ না পাওয়ার কারণে আদালতের দ্বারস্থ হন তারা। ইতিমধ্যে আদালতের রায় পেলেও জমি পাচ্ছেন না তারা।  প্রশাসনের কাছে বারবার আবেদন করার পরেও কোন সূরাহা না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব হতে চান দুই বোন। এই বিশয়ে বোনেরা জানায় আমাদের পৈত্রিক সম্পত্তি ৭০.২ডি জমি ওয়ারিশ সূত্রে আমরা দুই বোন পাব, যারা জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা যদি সেই জমি নিতে চান তাহলে আমাদের দুই বোনের যথার্থ জমি অথবা উপযুক্ত অর্থ মূল্য দিলে আমরা সেই জমি স্বেচ্ছায় ছেড়ে দিব, কিন্তু আদালতের দ্বারস্থ হওয়া সত্ত্বেও প্রশাসন কোন সহযোগিতা করছে না, যদিও একদিন এনজিপি থানার পুলিশ  তদন্ত করতে আসেন । দুই বোন আরো জানায় কোটের উপর ভরসা আছে আমাদের, শেষ পর্যন্ত যদি প্রশাসনের কাছে সহযোগিতা না পাই তাহলে পৈত্রিক জমি পেতে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হব।অন্য দিকে এই বিশয়ে সেই জমিতে কাজ করতে থাকা এক ম্যানেজার জানায় এই বিশয়ে আমি কিছু বলতে পারবো না। অন্য দিকে জমি নিয়ে এলাকার পঞ্চায়েত কোন মন্তব্য করবে না বলে জানিয়ে দেন। এ জমি নিয়ে জমির মালিকের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন না ধরায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন