৬০৩ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নিয়ে শহীদ দিবসের উদ্দেশ্যে রওনা হলেন রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি।


সাহুডাঙ্গি:দশটি টি বাসে প্রায় ৬০৩ জন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি,সাথে ছিলেন রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি দত্ত। ট্রেনে এবং আরো অন্য গাড়িতে প্রায় ৫৫০ জন, সব মিলে রাজগঞ্জ থেকে ১২৪৩ জন কর্মী সমর্থক এবার কলকাতার শহীদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে 
সাহুডাঙ্গী সংলগ্ন নাওয়াপাড়া মোড়ে থেকে রওনা হলেন,রওনা হওয়ার পূর্বে তারা জানান এবছর আমাদের কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস একটু বেশি, কারণ এই শহীদ দিবস পালন হবে বিজয় দিবস হিসেবে, গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ জুড়েই তৃণমূল কংগ্রেস ভালো ফল করে যার ফলে আলদা আবেগ এবার কাজ করছে। ট্রেনে অনেক অসুবিধা তাই এবার আমরা বাসে যাচ্ছি, অরিন্দম ব্যানার্জি জানান একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, রাজগঞ্জের অভিভাবক ও আমাদের বিধায়ক খগেশ্বর রায়ের নির্দেশেই শহীদ দিবসে যাচ্ছি।একুশে জুলাই মানে  আবেগের দিন শপথ নেওয়ার দিন। আগামীকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেন তা শোনার জন্যই যাচ্ছি ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন