টেস্ট ক্রিকেটে পৃথিবীর প্রথম ১০ হাজার রান কারী ভারতীয় ক্রিকেটারের জন্মদিন আজ।


ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা ওপেনার হিসেবে যদি কারও নাম করতে হয় সুনীল মনোহর গাভাস্করের নাম সবার আগে আসবে। নিজের সময়ে চুটিয়ে বিশ্ব ক্রিকেটকে শাসন করা সুনীল গাভাস্কর বর্তমানে একজন সফল ধারাভাষ্যকর। মাইক হাতে নিয়ে তিনি কোনও কথা বলতে পিছনা হন না। তা নিয়ে বিতর্ক হলেও তিনি থাকেন তাঁর জায়গায়। ক্রিকেট বিশ্বে লিটল মাস্টার হিসেবে খ্যাত সুনীল গাভাস্কারের আজ ৭৬ তম জন্মদিন। 

মাত্র ২১ বছর বয়সে ভারতীয় টেস্ট দলে সুযোগ পান তিনি। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।ওয়েস্ট ইন্ডিজের ভয়ংকর পেস বোলিংকে অসাধারণ দক্ষতায় সামলেছিলেন তিনি। প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৬৫ এবং ৬৭ রান করেন তিনি। ওই পাঁচ ম্যাচের সিরিজ জিতেও ছিল ভারত। সুনীল গাভাসকার প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটের ১০ হাজার রান করেছিলেন। পাশাপাশি টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার ছিলেন তিনি। ১২৫ টেস্ট ম্যাচের কেরিয়ারে ৫১.১ ব্যাটিং গড়ে ১০,১২২ রান করেছিলেন। তিনি সর্বাধিক ২৩৬ রানের ইনিংস খেলেছিলেন।১০৮টি একদিনের ম্যাচে তিনি মোট ৩,০৯২ রান করেন।পাশাপাশি প্রথম ভারতীয় ফিল্ডার হিসেবে সুনীল গাভাসকার ১০০টি ক্যাচও তালুবন্দি করেছিলেন। মাত্র ৫ ফুট ৫ ইঞ্চির গাভাসকার শর্ট পিচ বোলিং খেলতে প্রচন্ড ভালোবাসতেন।
সানির জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।💐

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন