সব জল্পনার অবসান করে ভারতের তারকা ক্রিকেটার জানালেন বিচ্ছেদের কথা।
সব জল্পনায় সিলমোহর পড়ল আজ। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে হার্দিক ও নাতাশা জানিয়ে দিলেন, তাঁদের বিচ্ছেদ হয়েছে।সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁরা কো পেরেন্টিং করবেন। অর্থাৎ দুজনে মিলে ছেলেকে মানুষ করবেন।নাতাশা এবং হার্দিকের দাম্পত্য জীবন ৪ বছরের। ২০২০ সালের ৩১ মে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। এর আড়াই বছর পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে সম্প্রতি নাতাশা নিজের নামের পাশ থেকে ‘পান্ডিয়া’ পদবী সরিয়ে দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় জল্পনা।
যে খেলোয়াড় ভারতীয় দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে মাঠের মাঝখানে আবেগে কেঁদেছিলেন, সম্ভবত কেঁদেছিলেন কারণ পুরো বিশ্ব জিতেছিলেন তবে তিনি অনেক কিছু হারিয়েছিলেন। এই আইপিএল মরশুমে টানা 2 মাস ধরে প্রতিটি স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে বুয়িং হয়েছিল। তখনও এই লোকটা এবিষয়ে একটা কথা বলেননি। এরপর T-20 বিশ্বকাপে ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। ফাইনালের সময় শেষ ওভারে ১৬ রান তুলে ভারতকে চ্যাম্পিয়ন করে। বিনিময়ে, বিসিসিআই হার্দিককে টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয়ের সহ-অধিনায়কত্ব কেড়ে নেয়। যেদিন অধিনায়কত্বের পরিবর্তন ঘোষণা করা হয়, সেদিনই তিনি বিশ্বকে জানান যে তার স্ত্রীর থেকে বিচ্ছেদ হয়েছে। ভাই খুব সাহসী হৃদয়ের অধিকারী। শক্ত থাকুন হার্দিক। ঈশ্বর অবশ্যই আপনার ভাগ্যে সুখ ফিরিয়ে দেবেন।