২৪ ঘন্টার মধ্যে পরপর দুই দৈত্যকার ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তিস্তা ক্যানেলে ঘটনা ঘিরে চাঞ্চল্য, আতঙ্কে পথযাত্রী।Within 24 hours, two giant dumpers lost control and overturned in the Teesta Canal, causing excitement and panic among passers-by.
কয়েক ঘণ্টার ব্যবধানে ফের নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে উল্টে পরল একটি ডাম্পার। রবিবার সকালে গজলডোবায় তিস্তা চ্যানেলে ঘটনাটি ঘটেছে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য শনিবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই একটি ডাম্পার সাহুডাঙ্গির নাওয়াপাড়া ট্রাফিক মোড়ে উল্টে যায়,রবিবার ভোরে একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা যায় গাজালডোবা সংলগ্ন তিস্তা চ্যানেলে।
দৈত্যাকার ডাম্পার গুলিকে নিয়ন্ত্রণ করার কোন ব্যবস্থা কি রয়েছে, দিন দিন যেভাবে অনিয়ন্ত্রিতভাবে ডাম্পার চলছে তাতে যে কোন দিন ঘটতে পারে বড় দুর্ঘটনা। কারন আমবাড়ি থেকে সাহুডাঙ্গির কেলেন মোড় পর্যন্ত রাস্তা মেরামতির কাজ চলতে থাকায় ভয়ংকর খারাপ হয়ে রয়েছে রাস্তা। আর সন্ধ্যা হলেই এই রাস্তা দিয়েই নিয়ন্ত্রণহীন ডাম্পার চলায় যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা ফলে আতঙ্কে রয়েছে এই রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আমবাড়ি থেকে গজলডোবা যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারের চালক। ফলে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ক্যানেলে উল্টে যায়। খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ছুটি আসে ঘটনাস্থলে এবং ক্যানেল থেকে ডাম্পারটিকে উদ্ধার থানায় নিয়ে যায়। তবে হতাহত কোনো খবর পাওয়া না গেলেও চালক এবং খালাসী সামান্য চোট পায় বলে স্থানীয়রা জানান।