নবান্নের সভা ঘরে কি কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,জানুন এক ক্লিকে।What decision did Chief Minister Mamata Banerjee take in Navanna meeting room, know in one click.
মানুষের জন্য কাজ করতেই মা-মাটি-মানুষের সরকার গঠিত হয়েছিল। সমাজের সকল স্তরের মানুষের সেবা করতে আমরা সদা উদ্যোগী। আমার কাছে সকল মানুষ সমান। কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আজ নবান্ন সভাঘর থেকে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে, সকল সমস্যার সমাধানে উদ্যত হয়েছিলাম। প্রথম, প্রত্যেকটি হকার জোনের পাশে একটি বিল্ডিং থাকবে যা হবে প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সকল ব্যবস্থাপনা থাকবে সেখানে। দ্বিতীয়, হকার ভাই-বোনেদের স্টলের সকল সমস্যার দ্রুত সমাধান করতে হবে। তৃতীয়, যে সকল মানুষেরা সকালে ছোট ছোট বাজার নিয়ে বসেন এবং বিকেলে চলে যান তাঁদের সকলের জন্য আলাদা জোন করতে হবে। চতুর্থ, বেআইনি পার্কিং জোন দ্রুত শনাক্ত করে, তা বন্ধ করতে হবে। পঞ্চম, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করতে হবে কারণ, রাস্তায় আবর্জনা ফেলা কোনোমতেই মেনে নেওয়া হবে না।
এছাড়া, প্রত্যেক জেলায় একটি করে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা জোন করতে হবে। সমীক্ষা আজ থেকেই শুরু হবে এবং এই সকল সমস্যাকে সমূলে সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। মনে রাখবেন, আমরা হকার ভাই-বোনেদের জীবন-জীবিকা সুরক্ষিত রাখতে সর্বদা সচেষ্ট। কোভিডের সময় আমরাই, প্রায় ৭,৬৭৩ জন হকার ভাই-বোনেদের ২,০০০ টাকা করে দিয়েছিলাম। তাই, কোনোরকম পক্ষপাত না করে, সততা এবং নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষ ও হকার ভাই-বোনেদের জন্য আমাদের কাজ করতে হবে।