ছবি তুলতে গিয়ে হল কাল! বিরক্ত জংলি হাতে দিলেন ধাওয়া!!To take pictures tomorrow! Frustrated and chased wild!!


জংলী হাতির ছবি তুলতে গিয়েই বিপত্তি! রীতিমতো হাতির তাড়া খেল এক পর্যটক! বারবার বনদফতরের পক্ষ থেকে জংলী হাতিদের সামনে যেতে এবং ছবি তুলতে নিষেধ করা হলেও কিছু মানুষ তা কোনও ভাবেই কানে তুলছিলেন না। এদিন শনিবার দিন এ ভাবেই হাতিদের ছবি তুলতে গিয়ে তাড়া খেলো এক পর্যটক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলন পল্লী এলাকায়। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে।

ঠিক কী হয়েছিল? এদিন দুপুর বেলায় ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকন্ঠপুর  জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল। সেই সময় সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এক পর্যটক। হাতির পাল চোখে পড়তেই গাড়ি থামিয়ে দেয় পর্যটক এর গাড়িটি। পর্যটক সহ গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছ থেকে হাতির ছবি তুলতে যায়। তখনই ঘটে বিপদ।  দলের মধ্যে থাকা একটি হাতি আচমকাউ ওই পর্যটককে তাড়া করে। স্বাভাবিকভাবেই  হাতিকে দেখে ভয় পালায় ওই পর্যটক। তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকেরা সজোরে গাড়ির হর্ণ বাজাতেই থেমে যায় হাতিটি আর তাতেই প্রাণে বাঁচল ওই পর্যটক এবং গাড়ির চালক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন