ফুলবাড়িতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন,একজনের অবস্থা গুরুতর!Three injured in a collision between two bikes in Fulbari, one is in critical condition!


নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি:ফুলবাড়িতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন। স্থানীয়রা জানায় দুই বাইক আরোহী বিকাল ৬টা নাগাদ ফুলবাড়ী মোড়ে মুখোমুখি সংঘর্ষ হলে তিন বাইক আরোহী আহত হয়। নাম জানা না গেলেও একজনের বাড়ি ফুলবাড়ি জোটিয়াকালী এবং অপর জনের শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়। আহতদের স্থানীয়রা ফুলবাড়ী ট্রাফিক পুলিশের সহযোগিতায় ফুলবাড়ীর এক নার্সিংহোমে ভর্তি করে। বাইক আরোহীদের মধ্যে ফুলবাড়ী জটিয়াকালীর বাইক আরোহী গুরুতর আহত বলে জানান এক প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলে ফুলবাড়ী ট্রাফিক পুলিশ কর্মীরা খুবই তৎপরতার সাথে আহতদের গাড়িতে উঠাতে সহযোগিতা করে এবং খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।
পুরো ঘটনার তদন্ত শুরু করে এনজিপি থানার পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন