বাংলার এই মেয়ে করল এই রেকর্ড, জানেন কি ইনি কে, খেলতে পারেন অলম্পিকেও!This girl from Bengal made this record, do you know who she is, she can play in the Olympics!
পুরুলিয়ার মেয়ে বাসন্তী মাহাতর এশিয়া কাপে ব্রোঞ্জ জয়,
ভারতীয় মহিলা তীরন্দাজ দলের ব্রোঞ্জ পদক জয় এশিয়া কাপ ২০২৪
এরপর অলিম্পিককে পাখির চোখ করছেন পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের বাসিন্দা বাসন্তী মাহাতো।
ছোট থেকেই খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল বাসন্তীর। ২০১৭ সালে জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়ার বরাবাজারে তিরন্দাজি প্রশিক্ষণের জন্য 'লক্ষ্য অ্যাকাডেমি' তৈরি হয়। ২০১৮-র ডিসেম্বরে অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা জানান। তার পরে থেকে শুরু প্রশিক্ষণ-পর্ব। ফি দিন সাত-সকালে ব্যাগ কাঁধে সাইকেলে পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে ব্লক সদরে আসা। কঠোর অনুশীলনের পরে বাড়ি ফেরা। পড়াশোনার পাশাপাশি, কখনও ছেদ পড়েনি লক্ষ্যভেদের অনুশীলনে।
২০১৯-এ স্পোর্টস অথরিটে অফ ইন্ডিয়ায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মেলে বাসন্তীর। সেখান থেকে রাজ্য,জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন।