প্রতিদিন হাতির হানায় লন্ডভন্ড এলাকা, দায়িত্ব পালন করছে না বন কর্মীরা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।Area is attacked by elephants every day, the forest workers are not performing their duties, the villagers are protesting by blocking the road.


নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি:নিত্যদিন হাতির হানা, দায়িত্ব পালন করে না বনকর্মীরা। ক্ষতিপূরণের দাবিতে রাজ্যসড়ক অবরোধ গ্রামবাসীর। ঘটনা ঘিরে চাঞ্চল জলপাইগুড়ি জেলার নাথুয়া চরে। বৈকুন্টুপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের অধিন নাথুয়া চর গ্রামে জঙ্গল থেকে নিত্যদিন হাতি এসে ক্ষতি করে ফসল ও ঘর বাড়ি। রবিবার ভোররাতে নাথুয়াচর গ্রামে একটি দাতাল হাতি এসে  তান্ডব চালায়। ক্ষতি করে ফসল ও ঘড় বাড়ি। বনকর্মীদের ফোন করা হলেও ঘটনাস্থলে এসে হাজির হয়না বলে দাবি গ্রামবাসীর। আজ শুধু নয় নিত্যদিন হাতির তাণ্ডব চালালে বন কর্মীদের দেখা মেলে না এলাকায়। আর সেই কারনে রবিবার সকাল থেকে ক্ষতিপূরণের দাবিতে বোদাগঞ্জ থেকে গাজলডোবা যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ।  আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায় গ্রামের মানুষকে। এই বিষয়ে গ্রামের মানুষ জানায় গ্রামের নিত্যদিন হাতির তাণ্ডব চলে, বনকর্মীদের খবর দেওয়া হলে বন কর্মীরা এসে হাজির হয় না। গ্রামের মানুষের একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে এবং বণকর্মীদের দায়িত্ব সঠিকভাবে করার দাবিতে এই বিক্ষোভ। যতক্ষণ না বন আধিকারিক ঘটনাস্থলে হাজির না হয় ততক্ষণ এই বিক্ষোভ চলবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন