ফাড়াবাড়ি ইসকন মন্দিরে অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা, স্নানযাত্রার মধ্যে দিয়ে শুরু হল প্রস্তুতি। Jagannathdev's Rath Yatra will be held in Farabari ISKCON Temple, preparations started with bathing.


ফাড়াবাড়ি ইসকন মন্দিরে অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা, স্নানযাত্রার মধ্যে দিয়ে শুরু হল প্রস্তুতি। 
জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে ফাড়াবাড়ি ইসকন মন্দির কমিটির তরফে।রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি এলাকার আদর্শপল্লী শ্রীশ্রী গৌড়নিতাই মন্দিরের রথযাত্রা এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করছে।

এদিন মন্দির কমিটির সদস্যরা জানান, এবছর জাকজমকভাবে রথযাত্রা উৎসব করার উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় আদর্শপল্লী স্মরণীয় ক্লাবের সহযোগিতায় ৯ দিনব্যাপী অনুষ্ঠান হবে।৭ই জুলাই মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে স্মরণীয় ক্লাবে গিয়ে শেষ হবে।ওই দিন থেকে প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান চলবে।প্রতিদিন বিকেলে পুজো, সন্ধ্যা আরতি, প্রবচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।আগামী ১৫ই জুলাই স্মরণীয় ক্লাব প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা বের হবে।বিভিন্ন পথ পরিক্রমা করার পর মন্দিরে এসে শেষ হবে।তারই প্রস্তুতি চলছে জোরকদমে। এই ইস্কন মন্দির কমিটির জেনারেল সেক্রেটারি প্রহ্লাদ ঈশ্বর দাস জানান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই ইসকন মন্দিরে নয়দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে , থাকছে সকল ভক্তদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা । তিনি এই এলাকার সকল ভক্তদের রথযাত্রা উপলক্ষে নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন