নম্বর প্লেট হীন বনদপ্তরের গাড়ির ধাক্কায় ভাঙলো ইলেকট্রিক পোল!The electric pole was broken by a car in the Forest Department without a number plate!


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:নাম্বর প্লেট হীন বনদপ্তর এর গাড়ির ধাক্কায় ভাঙলো ইলেকট্রিক পোল। ঘটনা টি ঘটেছে বিকাল চারটা নাগাত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাগলু পাড়া সংলগ্ন কচু মোড় এলাকায়। তবে হতাহতের কোন খবর নেই। 

জানা গেছে , কামাত পাড়া থেকে কচুমোড় হয়ে ডাবগ্রাম রেঞ্জ অফিসে যাচ্ছিল বনদপ্তরের গাড়িটি। হঠাৎ সামনে গরু চলে আসায় গরুকে বাঁচাতে গিয়েই বৃষ্টির কারণে চাকা স্ক্রিপ্ট হয়ে ইলেকট্রিক পোলের ধাক্কা লাগে তার ফলেই ইলেকট্রিক পোল ভেঙ্গে যায়। তৎক্ষণাৎ বিদ্যুৎ দপ্তরের ফোন করেন বনদপ্তরের কর্মীরাই। পরবর্তীতে আরেকটি গাড়ি দিয়ে টেনে তোলা হয় ঘাতক বনদপ্তরের গাড়িটিকে। 
তবে এলাকাবাসীর অভিযোগ বনদপ্তরের ওই ভ্যানটিতে বৈধ কোন নাম্বার প্লেট নেই ,নাম্বার প্লেট ছাড়াই চলছে এভাবে। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ মোটরসাইকেল অথবা চার চাকার গাড়ি নাম্বার প্লেট ছাড়া চলাটা অবৈধ তবে সরকারি গাড়িতে নাম্বার প্লেট না নিয়েই চলছে। সেটা কি বৈধ। এ বিষয়ে ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার এস চাকলাদার কে ফোন করলে তিনি বলেন ঘটনাটি সত্য , বিদ্যুৎ দপ্তরে ফোন করে ইলেকট্রিক পোল ঠিক করা হয়েছে। গাড়িতে নাম্বার প্লেট ছিল  হয়তো ভেঙে গিয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন