অনিয়ন্ত্রিত ডাম্পার চলায় ভয়ংকর দুর্ঘটনাপ্রবণ হয়ে আছে রাস্তা জীবন বাজি রেখে আতঙ্কে চলাফেরা করে এলাকাবাসী। Due to uncontrolled dumper operation, the road has become prone to terrible accidents and the local people are walking in fear putting their lives at stake.
নিজস্ব সংবাদদাতা,আমবাড়ি,রাজগঞ্জ:রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি রেলগেট সংলগ্ন রাস্তা বেহাল। চলার উপযুক্ত নন বলে মনে এলাকাবাসী,এছাড়াও যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সকাল ১১ টার সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা জীবন হাতে নিয়ে এই রাস্তা পার করে আমবাড়ি ফালাকাটা চিন্তামহন হাই স্কুলের যায়।এ ছাড়া গজলডোবা, আমবাড়ী সাহুডাঙ্গির কয়েক হাজার লোক প্রত্যেকদিন কর্মসূত্রে এই রাস্তা ব্যবহার করে। কিন্তু দৈত্যকার অনিয়ন্ত্রিত ডাম্পারের বারবারন্তে জীবন হাতে রেখেই সাধারণ মানুষকে চলাচল করতে হয় এই বেহাল রাস্তায়।
এলাকাবাসী রাজকুমার রায় জানান সকাল থেকে রাত অব্দি ডাম্পার চলার ফলেই এই রাস্তার অবস্থা বেহাল, এখনো বর্ষাকাল ঠিকমতো পড়েনি তাতেই এই ভয়ঙ্কর অবস্থা। অতিসত্বর এই রাস্তা ঠিক না হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
অন্যদিকে এলাকার বয়জেষ্ট ব্যক্তি জীবন কুমার ঘোষ মনে করেন অনিয়ন্ত্রিত ডাম্পার চলার ফলেই এই রাস্তার বেহাল দশা,যেকোনো মুহূর্তে করতে পারে দুর্ঘটনা
,তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীরা স্কুল যেতে অসুবিধার সম্মুখীন হয় এই ডাম্পারের অত্যাচারে।তিনি দাবি করেন হয় রাস্তা চলার উপযুক্ত করা হোক নাহলে ডাম্পার চলা বন্ধ হোক।
অন্যদিকে
আমবাড়ি রেল গেট থেকে সাহুডাঙ্গী ক্যানেলমোড় পর্যন্ত রাস্তার প্রস্বস্তিকরুনের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে, জায়গায় জায়গায় খাল খন্দরে ভড়ে রয়েছে রাস্তা।অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষ ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। এখানেও দুর্ঘটনা ঘটতে পারে যে কোন মুহূর্তে।
বাংলায় একটা প্রবাদ আছে "চোর পালালে বুদ্ধি বাড়ে "
বড় ধরনের দুর্ঘটনা ঘটার পর হয়তো সংশ্লিষ্ট প্রশাসনিক মহলের নজর পড়বে।