ডাম্পারের ধাক্কায় হস্তী সাবকের মৃত্যুর প্রতিবাদে ডেপুটেশন।Deputation to protest against the death of an elephant hit by a dumper.
জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ক্যানেল রোডে ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ পরিবেশকর্মীদের। পাশাপাশি লিখিত অভিযোগ দায়ের পুলিশে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভোর রাতে ডাম্পারের ধাক্কায় এক হস্তী শাবক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌছে দ্রুত হস্তী শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হবে। তবে শেষ রক্ষা হয় নি। শুক্রবার শেষ রাতে হস্তী শাবকটির মৃত্যু হয়। ঘটনার পর থেকেই প্রতিবাদে সরব হয় একাধিক পরীবেশ প্রেমী সংগঠন। ভোরের আলো থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বনদপ্তর।
রবিবার সেই ঘটনার প্রতিবাদেই গজলডোবায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবেশকর্মীরা। পাশাপাশি ভোরের আলোতে একটি অভিযোগ দায়ের করেন। ডাম্পারের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীরা।
অন্যদিকে পুলিশ সূত্রের খবর, ঘাতক ডাম্পারটিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই ডাম্পার আটক করে চালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় চালক স্বীকার করেছে বলে সূত্রের খবর। নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ।