প্রবাদপ্রতিম বাংলার এই অভিনেত্রীর জীবনী নিয়ে প্রকাশিত হলো বই, অজানা অনেক কাহিনী জানতে পড়তে পারেন এই বইটি।A book has been published on the biography of this proverbial Bengali actress, you can read this book to know many unknown stories.


পাশের বাড়ী থেকে শাড়ি ব্লাউজ ধার করে প্রথম দিন বাসে চেপে শুটিং করতে গিয়েছিলেন... একপেট খিদে আর ছেঁড়া কেডস জুতোর সঙ্গে বেড়ে ওঠা মেয়েবেলা... প্রথম ছবি "পাশের বাড়ী" পরিচালক সুধীর মুখোপাধ্যায়.. পাশের বাড়ির শাড়ি পরেই পাশের বাড়ি ছবির প্রথম শট... প্রথম ছবি থেকেই সাফল্য আসতে শুরু করে.... এর আগে অবশ্য এক্সট্রার কাজ করেছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে... রোজ পঁচিশ টাকা.. তার মধ্যে দালালের ভাগ দশ টাকা.. পনেরো টাকা জুটত কোনরকমে..
বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়... যার সঙ্গে অভিনয় করতে ভয় পেয়েছেন মহানায়ক.. নিজের আত্মজীবনী তে লিখেও গেছেন সে কথা... আর মহানায়কের "সাবু"... ভালোবেসেছেন উত্তম কে.. ঘর বাঁধতে চেয়েছেন আর পাঁচটা মেয়ের মতোই.. ঘর, বর কোনটাই পাওয়া হয়নি... 

এখনো শুট করেন.. ন্যুব্জ হাতে স্ক্রিপ্ট পড়েন.. ক্যামেরার সঙ্গে বন্ধুত্ব সেই কবে থেকে... যখন ঘরে চাল ছিল না সেদিন ঘর ছিল ভর্তি.. গমগম করত মানুষের কন্ঠস্বরে.. আজ সব আছে কিন্তু কথা বলার লোক নেই... একাকীত্ব আর টেলিভিশন নিয়েই "লাইট সাউন্ড ক্যামেরা" আর "প্যাক আপ" নিয়ে রোজ পথ হাঁটেন সত্যি সাবিত্রী...

লিখছেন গৌরব জনঅরণ্য অধিকারী

প্রকাশিত হয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়-এর আত্মজীবনী - "সত্যি সাবিত্রী" 
সংগ্রহে রাখার মত এই বই | সিনেমার বহু অজানা ঘটনা পাবেন এই বইতে |
সাবিত্রী চট্টোপাধ্যায় শুধু সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন নন । তিনি এক লড়াইয়ের মুখ । যে মুখ নিঃশব্দে ঘটিয়েছে মহাবিপ্লব । তার জন্য তাকে কোনাে নারীবাদী তকমা পড়তে হয়নি । সমাজের যাবতীয় ছিছিক্কারকে উপেক্ষা করে সূর্যমুখীর মতাে মাথা উঁচু করে বেঁচেছেন তিনি । এক্সট্রা হিসেবে দিনে দশ-পনেরো টাকা রােজগারে অভিনয় - জীবন শুরু করে ধীরে ধীরে সাবিত্রী চট্টোপাধ্যায় হয়ে ওঠা যেন এক অলৌকিক উপকথা ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন