মনে আছে এই দিনের কথা যেদিন ভারত প্রথম পেয়েছিল বিশ্বকাপটা।
২৫ জুন তারিখটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চির অমর হয়ে থাকবে। ১৯৮৩ সালে আজকের দিনে প্রথম একদিনের বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছিল ভারতীয় ক্রিকেট দল। কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল, সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করে প্রথমবারের মতো ফাইনাল খেলে অপ্রতিরোধ্য ফেভারিট ওয়েস্ট উইন্ডিজকে পরাজিত করে এবং প্রথমবারের মতো সারা বিশ্বের লোভনীয় ট্রফি জিতেছিল। ফাইনালে প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারতের বিজয় পতাকা উড়িয়েছিল কপিল দেবের টিম ইন্ডিয়া।কপিল দেব তার ক্রিকেট ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত সম্পর্কে বলেছেন 'বিশ্বকাপ জয়ের আনন্দকে কোনো টাকার অংকের সঙ্গে তুলনা করা যায় না! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গৌরবময় দিন৷ শুধু ক্রিকেটই নয়, ভারতীয় ক্রীড়াক্ষেত্রেই এই দিনটি চির-স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ এই দিনেই যে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত ৷ ৪১ বছর পেরিয়ে গেলেও লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের হাতে সেই ট্রফি তোলার দৃশ্য আজও প্রত্যেক ভারতবাসীর স্মৃতিতে অমলিন এবং টাটকা ৷