আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আমবাড়ী ফাঁড়ির উদ্যোগে সচেতনতা মূলক পদযাত্রা।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গড়তে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক পথযাত্রা আমবাড়িতে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উলপক্ষে আমবাড়ি ফালাকাটা পুলিস ফাঁড়ির তরফে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রত্যেকটি থানায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন থানার পাশাপাশি আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাড়ির উদ্যোগে সচেতনতামূলক পদযাত্রা বের করা হল আমবাড়ি ফালাকাটা চিন্তা মহোন উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রী দের নিয়ে, এই পদ যাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি আবদুল হাই সরকার, আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাড়ির ওসি হিরু কান্ত সরকার, ভোরের আলো থানার ওসি মৃন্ময় ঘোষ। এছাড়াও পা মেলায় স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা। পদ যাত্রাটি আমবাড়ি ফালাকাটা চিন্তা মহোন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে আমবাড়ি বিভিন্ন এলাকাতে ঘুরে আবার আমবাড়ি ফালাকাটা চিন্তা মহোন উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।