গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ীর প্রভাবশালী তৃণমূল নেতা ,চাঞ্চল্য শিলিগুড়ি জুড়ে।


ডাবগ্রাম ফুলবাড়ীর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং এই ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশীষ প্রামানিক কে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
সাহুডাঙ্গির জলডুমুর পাড়ার নিবাসী বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন এই প্রভাবশালী তৃণমূল নেতা ,এই নিয়েই চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় । শিলিগুড়ির মেয়র গৌতম দেবের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশীষ প্রামানিক। উল্লেখ্য দুই দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করেই জানান শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী, ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় জমি মাফিয়া দের কোনরকম ছাড় দেবেন না তিনি, সে যত বড়ই নেতা হোক না কেন। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষনার দুইদিন পরেই প্রভাবশালী তৃণমূল নেতার গ্রেপ্তার হওয়ায় অনেকেই মনে করছেন হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই এই গ্রেপ্তার আর এই নিয়েই চাঞ্চল্য গোটা শিলিগুড়ি এলাকায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন